মিনতি
- আরিফুল হক দ্বীপ
যদি কান্তারের পথ পার হয়ে আসি
তোমার দেশে,
যেখানে সমস্ত তারকারাজি উজ্জ্বল রাতে
নীল বিস্তৃত আকাশ নিত্য রোদ্দুর সকালে।
যেখানের বাতাস হিম নিঃশ্বাসে-
স্পন্দন প্রাণের।
অঘ্রাণের মাঠে সোনালী ধানের ছড়ার
মতন আনন্দ,ঝাঁক বেঁধে পাখিরা উড়ে
শব্দ তুলে পাখনায়,
আমি যদি আসি এখানে,ফিরিয়ে দেবে নাতো আমায়?
বলবে নাতো চরম বিদ্রুপে,চলে যাও-
আমি আঘাত পাবো বুকে এসে ঠেকবে
নিদারুণ পাহাড়,অগ্নিগিরির লাভায় অঙ্গার
হবো তখন,আমাকে বাঁচতে দিয়ো,আমি বাঁচতে চাই।
14/5/2007
ধর্মপাশা, সুনামগঞ্জ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।