ধান কাটতে যাই
- আরিফুল হক দ্বীপ

ধান কাটতে মাঠে যাই,
দেখো আমার কাঁচি ভাই।
সারাবেলা মিলেমিশে
কাটবো ধান হেসে হেসে।
পাবো যা কেটে কেটে,
হাটে যাবো হেঁটে হেঁটে।
ধান বেচে কিনবো পান,
বলবে মা সোনার চান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।