ছলনাময়ী
- আরিফুল হক দ্বীপ

তুমি তার হাতে হাত রেখেছো
আমি কিচ্ছু মনে করি নি,
গোপনে দেখে ফেলে গেছি
নীরব দীর্ঘশ্বাস।

যখন রোদ উঠলো ঝরে রাত-
তুমি এলে হাসি ঠোঁটে
ছুঁতে চাইলে আমার হাত
আমি রুক্ষ হয়ে উঠি,
তোমার অমল সুন্দর গালে-
প্রতিশোধের চিহ্ন এঁকে দিতে
দিতে বলি,'চলে যাও ছলনাময়ী
এসো না আর,কতো প্রেমিকের
বুক তুমি ভাঙ্গতে চাও আর?'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-০৫-২০১৫ ১১:৩৬ মিঃ

'ছলনাময়ী'কবিতাটি আশাকরি ভালো লাগবে সবার।।।