এই গোধূলীলগ্নে
- আরিফুল হক দ্বীপ
যদি এই গোধূলী লগ্নে
কোন এক রূপসী তরুণীর
ঠোঁটে ঠোঁট রেখে-
বলা হতো ভালোবাসি।
সব আলো নিভে যাক পৃথিবীর
না ফুরোক ওই রাত,
মরি তার বাহুডোরে যেন
শুনি,হৃদয়হারিণী সে হাসি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।