হবে আর হবে
- সীমান্ত মুরাদ
পাগলা !
হোমো সেপিয়েন্সরা কত কি'ই না করে ,
বৃথা ভাঙে বৃথাই গড়ে ৷
কিছুই তো নেই এই চরাচরে ,
যেমন নেই ইলিশ মাছের অশ্রুতে ৷
তারপরও জন্মনিয়ন্ত্রন হবে ,
জন্মবীজ বপন হবে ৷
দূরত্বের কোলে দোলে দেখই না ,
কে আছে তোমার ?
কেউ থাকবে না বকুল ফুল কুড়াতে
কাক ডাকা ভোরে ৷
তারপরও.......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।