জীবনানন্দ
- সীমান্ত মুরাদ
জীবনানন্দ তুমি যাও
ঐ পশ্চিমে , যাব না আমি ৷
বাংলার পথ আগে করে নিই উদ্ভ্রান্ত রক্তিমে ৷
পূবের কোন থেকে ফিরে এসো তুমি
আবার , যেখানে বরিশাল থাকবে অগোছালো ৷
এলোমেলো ৷
এই প্রস্থানই শেষ নয় জীবনানন্দ ৷
আমিও আসছি
কিছু মুহূর্ত পরে
মহাপ্রস্থানের লক্ষ্যে
পশ্চিমে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।