পুরুষের স্ব-বিরোধী কথা
- সীমান্ত মুরাদ

নারী !

তোমার ডিম্বাণুতে
কাহার শুক্রাণু বিরাজমান ,
কি বিশ্বাস ; সেই ভ্রুণ একদিন করবে না মানবতার অপমান ৷

নারী !

জেনে নিও
তোমার বাঙালী মুসলমান স্বামী
হিন্দুর জারজ সন্তান ,
তাই লক্ষ্য করে দেখো
হিন্দু নারীর দেহের প্রতি তার কত টান !

নারী !

তুমি যখন আজ লেসবিয়ান সোসাইটির লেডি ,
তখনও কোন এক প্রান্তে
নির্যাতিত বাঙলা মায়ের
অবলা বেটি ৷

নারী !

তুমি আগে হও নারী ,
অন্নপূর্ণা স্বরুপ দশ হস্তে লও অস্ত্র কাড়ি ৷

নারী !

তুমি জয়ী আপাত পরাভূত ,
এই নিয়ম শ্বাশ্বত যুগপত ৷

নারী !

আমি কি তোমা বিনে চলতে পারি ?

ক্ষণে তুমি মা ,
তুমি ভগিনী আমি ভ্রাতা ,
তুমিই সহধর্মিনী
রাত্রি সারথী ,
ক্ষণে প্রেমিকা
ক্ষণে গণিকা ৷


নারী !
তোমাতেই আমি
আমাতেই তুমি ,
বলেছেন বেদে , কুরানে , পুরাণে মহাত্মা গৃহস্বামী ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।