বারুদের নীল ধোঁয়া
- সীমান্ত মুরাদ

যে শিশু মাতৃ পরশ না পেয়ে ;
অনাকাঙ্খিত
আতংকিত
আচমকা খেল বুলেট ,

তার রক্তকেই কালী করে
কবিতা রচি
রক্তমাখা ছিন্ন বস্ত্র কাগজ সুদৃশ্য অফসেট ৷

মাটির ধূলায় কুকুর লুটায় শিশু লুটায় ,
জাতিসংঘের সুশীলগণ
দাতা বনে কালো টাকা ছিটায় ৷

এক দেশ গুড়িয়ে দেয়
অন্য দেশ গড়ে ,
মাঝখানে নিষ্পাপ
শিশু প্রাণ ঝরে ৷

ক্ষমতার বলে সক্ষমতা চলে ,
বারুদের ধোয়া
বন্দুকের নলে ৷

বি এস এফ নরখাদকের
খাদ্য নিরীহ বাংলাদেশী ,
তার পরও ঘুমিয়ে থাকে বোদ্ধা স্বদেশী ৷
জাগোরে !
জাগোরে !!

গাও গণমানুষের গান ,
জয় বাংলায় এক হোক
হিন্দু মুসলমান ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।