স্বর্ণের ঝিনুক
- সীমান্ত মুরাদ

ধূপছায়া রঙের শাড়ীতে দুলে বেড়াও প্রিয়
স্বর্ণের ঝিনুকে ,

সুখ ভাসাইয়া
হিরা লইয়ো ও সোনা মুখে ৷

তদুপরি যদি সুখী হও !
তবে ঈশ্বর মিছে ৷
ঈশ্বর মরিয়াছে ,
ভাসিয়াছে
আটাশীর বন্যায় ৷

আজও তোমায়
দেখিতে মন চায় ৷

যদি সুখী হয়ে থাকো
স্বর্ণের ঝিনুকে ,
লোকে বলুক ,
জানুক ,
পরিণত আমি সেরা নিন্দুকে ৷

শিকার হলেন নিষ্পাপ ঈশ্বর নিন্দায় ,
ও রাই ; এ শুধু তোমার চিন্তায় ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।