একাকীত্ব আমি
- সীমান্ত মুরাদ
একা একা থাকায় আনন্দ আছে ৷
দূরে থাকায় আছে একাকিত্ব ৷
একাকিত্বই আমার সঙ্গী , সাথী , বন্ধু ৷
পথ চলার সহপথিক
একাকিত্ব ৷
এক আজন্ম কথার সাথী ৷
মৃত্যুর পর বারযাখ কিংবা কৃষ্ণগহ্বরে
এক অজানা শহরে
কে হতে পারে সাথী
একাকীত্ব ছাড়া ?
একাকীত্বের মাদকে
আমি পূন্যবান ৷
শূন্য নারী কিছুই পাবে না আমার
বরঞ্চ আমিই শূন্য ৷
আসো একাকীত্ব !
এই হৃদয়ে আসো ৷
দুজন মিলে এক হই ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।