দুঃসময়ে
- আরিফুল হক দ্বীপ

এইযে এখন বক্ষে আমার চুল ছেড়ে
মাথা পেতে রাখছো নিত্যবেলা
তোমার হাতের আঙ্গুলে আমার আঙ্গুল
জন্মদিনে,সাফল্যের পর হাস্যবদনে যেমন
এইযে এখন গুঁজে দিচ্ছো হাতে ফুল
তখনো কি বাসবে ভালো
এমন করে?এমন করে রইবে অপেক্ষায়?
যেদিন আমার রৌদ্র মুকুট ম্লান হয়ে যাবে
শেষ বিকেলের মৃত সূর্যের মতো,
যেদিন আমি ফুরিয়ে যাবো অন্ধকারে
দিশাহীন পথিকের মতো- খুঁজে পাবো না
পথঘাট,গন্তব্য কোথায়-
তুমি কি সেদিন এইভাবে সেজে এসে
এক গোছা রজনীগন্ধ্যা হাতে
রাঙ্গিয়ে তুলতে পারবে জন্মদিন আমার?
শূন্য এই হাতের ক্ষুদ্র একখানি আঙ্গুল
ধরে বলতে পারবে কি-ভালোবাসি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।