অব্শ্যম্ভাবী ঘটনা, না ঘটলে বলা যেত দুর্ঘট্না (সাভার)
- অরুণ কারফা

অব্শ্যম্ভাবী ঘটনা, না ঘটলে বলা যেত দুর্ঘট্না (সাভার)

- অরুন কারফা
আমি দেখেছি তাকে পাশ থেকে দাঁড়িয়ে
কত জনের সঙ্গে বক্ষ ফুলিয়ে
প্রাণ হাতে নিয়ে
বড়াই না করে লড়াই করতে;
যোদ্ধার মত প্রয়োজনের সময়ে
আহত বন্ধুকে সাহচর্য দিয়ে
কথা না বাড়িয়ে
ধমনী থেকে কত রক্ত দিতে।

তাই তার সেদিন দেখে চোখে জল
চিত্তটা ভীষণ হল চঞ্চল
ভগ্নস্তূপ থেকে যখন মিছিল দিয়ে
মৃতদেহ গুলো সকল আসছিল বেরিয়ে
তাই দেখে তার বাঁধন ছাড়া
নয়ন ভেঙ্গে নামল ধারা,
হতচকিত হয়ে কেউ বলল চকিতে
রহস্যটি উদ্ঘাটিত হল পলকে
সেও তাহলে কিনা
নয় হৃদয় বিনা,
দুর্বল চিত্ত
আমাদেরই মত।

ঠিক তখনি সে ঘুরে দাঁড়িয়ে
বলল দীপ্ত মুরতি নিয়ে
মুছে দিয়ে তার অশ্রু;
কান খুলে মনযোগ দিয়ে শোন ভাই সবে
বারবার প্রাণ দিয়ে প্রমাণ করি এভাবে
আমরা সবাই জন্তু;
আর ওরা তৈরি করে জতুগৃহ
যাতে হত হয় আমাদেরি কেহ
ওত পেতে থাকে মৃত্যু;
শুধু অশ্রুপাতে ওরা শক্তি পাবে
নির্ণায়ক লড়াই লড়তেই হবে
খতম করতে শত্রু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।