বন্ধু মানে
- সৌম্যকান্তি চক্রবর্তী
বন্ধু মানে হৃদয়ে আমার
ভালোবাসার হর্ষ..
বন্ধু মানে কাছের দূরের
আন্তরিকতার স্পর্শ..
বন্ধু মানেই অতীতের
সুমধুর স্মৃতিচারণ..
বন্ধু মানেই ভালোবাসার
উষ্ণ আলিঙ্গন..
বন্ধু মানেই একই সাথে
সিনেমাহলে যাওয়া..
বন্ধু মানেই রেস্তোঁরাতে
ভালোমন্দ খাওয়া..
বন্ধু মানেই এখানে ওখানে
লং ড্রাইভে যাত্রা..
বন্ধু হল মনের সুহৃদ..
হরিহর আত্মা...
বন্ধু মানেই বিপদে আপদে
পাশে থাকার হাত !
বন্ধু মানেই আনন্দেতে
কাটবে দিন ও রাত ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।