চোখের প্রদীপ
- সৌম্যকান্তি চক্রবর্তী
প্রজ্জ্বলিত তব চোখের প্রদীপ ,
যে গীতের তরে ,
এনেছি সেই কথামালাগুলি ;
সুর দাও প্রাণ ভরে !
ব্যথাহত যে কথাগুলি ,
আমার হৃদয় জুড়ে ;
যাদু হয়েই ফোটাক সে ফুল
তোমার মনের ঘরে !
তোমার ঠোঁটের ছোঁয়াতে
সেই কথা প্রাণ পাবে ,
গান লেখা মোর সার্থক হবে
যখনই কণ্ঠ দেবে !
হৃদয়ে রেখে দিও একে ,
ছেড়ে দিও না যেনো ,
বড়ই কোমল বড়ই আদুরে
একে তুমি মেনো ;
গুনগুন করে গাইব দুজনে
তুমি আমি এক হয়ে !
inspired from " Jalte hain jiske liye by Talat mahmud sahab"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।