ঠিক যেন তুমি আমি
- সীমান্ত মুরাদ

সময় ছিল কি সেদিন প্রিয় ,
একান্ত আপন ছিলাম
তোমাতে স্বীয় ৷
তোমার যে দিন অকস্মাৎ
প্রস্থান ,
তার কিছু মাস পরেই
সজীব ছিল গোরস্থান ৷
এই আমার আমিকে পাষন্ড
করেছি খুন ,
ঢেউবতী নদীর কিনারে
আজও টানছে কেউ গুন ৷
আজ স্বর্গ বিতাড়িত এক
অতৃপ্ত আত্মাতে বন্দী ,
কেউ নেই আর এই আমার
স্রষ্টাও করছে না সন্ধি ৷
যে আকাশে বিচরণ আমার ,
সে আকাশে উড়ে মেঘ ,
খানিক আবেগ ,
ঘনীভূত হয় ,
কি বিচিত্র ভাবেই না ঝরে
যায় পরক্ষনে ,
দুদল মেঘের অভিনয়
খানিক পরিণয়ে অভিভাত
হয়ে থাকে ৷
ঠিক যেন তুমি আমি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।