কাগুজে স্মৃতি
- সীমান্ত মুরাদ
খুব জ্বালা ৷
কষ্ট ৷
কামনা !
যাতনা ৷
বেদনা !
কারো কাছে কিছু পাওনা ৷
ব্যর্থ ৷
ধূসর হয়ে এলো অনুভূতি ৷
কাগজের নৌকা ভিজে ডুবে
গেছে শৈশবে ৷
হারিয়ে গেছে কাকনের
পুতুল ৷
কাঁদিস না কাকন ৷
শৈশব ফিরে এলে তোকে
একটা নৌকো গড়ে দিব ৷
কথা দিলাম
কথা দিলাম
ফিরে আসেনি কৈশোর
শৈশব বহুদূর ৷৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।