হতাশার কোণে
- সীমান্ত মুরাদ

অঙ্কুরিত যৌবনে
দিয়াশলাই চাই
অথচ মণিকা মিথ্যা
প্রেমে জড়িয়েছে
বয়সন্ধির অপরিচিত
ঋতুস্রাব হৃদয় গলে
আসে দীর্ঘশ্বাসে
নাসিকায় নয়
দ্বৈত স্তনের শিরায়
উপশিরায় ৷
মণিকা আজ বদলে গেছে
চিরন্তন কালো ধোয়ায় ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।