সূত্র নেই জীবনে
- রুদ্র রহমান - বিনা সূত্রে রসায়ন
দেখি ; কিছু কান্না,
কিছু জল অথবা পানির
মত উভচর পদার্থ!
আঁকি ; কিছু রেখা,
কিছু স্মরনীকা অথবা মুছে
যাওয়া স্মৃতি!
শুনি ;কিছু বিতর্ক,
ঝগড়াটে বুলি অথবা বাজে
কিছু কথার ঝংকার।
খেলি; নিজের সাথে,
মনকে নিয়ে অথবা জীবন নিয়ে
দ্বিঘাত সমীকরণে ।
তবুও, সেই সূত্র খুঁজি ;
যা এখনো অধরাই রয়ে গেছে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।