ফেলনা হায়ন
- সীমান্ত মুরাদ

উৎ-শ্বাসকে পুঁজি করে
প্রিয়তমার আশ্বাস ভরে
টিকটিকির নিরব ভাঙার
গান ,
যে ঘর গড়ার কেন না গড়ে
অন্ত রঙের অঙ্গের পরে
আধুলি সিকির অচল
অপমান ৷
জল্লাদের তৃতীয় নয়ন
অপকবির অশ্লীল চয়ন
ডুমুর ফুলের ঘ্রান ,
সৎ মানবীর সজ্জা শয়ন
কার্তিক গলে অনড়
অগ্রহায়ন
মৃত মমির ত্রান ৷
উড়ছে মাছ বায়ূ স্রোতে
মুসাফিরের গন্তব্য পথে
বাউল ছাড়ল গান ,
জগত আধার একী সুঁতে
মাছ পাখিতে তন্ত্র পুতে
পুঁজিবাদের চাপল ঘাড়ে
ভীতুর অভিমান ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।