ভুল না ঠিক ?
- সৌম্যকান্তি চক্রবর্তী

না জেনে শুনে
তবে সঁপেছি
এ মন !
জেনে শুনে ভুল
করেছি তখন !

জানা শোনা ভুল
বড় হয়ে পড়ে !
জেনে শুনে কেউ
একই ভুল করে ?

ভাবছি তাই তো
তোমায় জানি -
তুমি ও আমায়
জেনে নাও !

ভুলটাকে আর
ভুল ভেবো না !
ফুলের মতই
ভেবে নাও !

ভুলের খেলায়
ভুলে গিয়ে -
নিজেকে ভুলতে
বসেছি -

ভুলটাকে আজ
ঠিক করে তাই ,
তোমার কাছে
এসেছি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।