শেষ বেলায়
- সীমান্ত মুরাদ

বউ !
পশ্চিমের দরজা রাখো
খুলে ,
যমদূত যদি আসেন ভুলে ৷
চলে যাবো ঐ সূর্য তলে
মহা প্রস্থান হোক
পশ্চিমে
কত কথাই না চাতক বলে
সংশয় জাগে অসীমে ৷
অচিন মানুষ যিনি
তারেই খুঁজে ফিরি
ব্যর্থ মনোরথে শাস্ত্র
পথে
স্বর্গের পাই সিড়ি ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।