ঘরনীর দায়
- সীমান্ত মুরাদ
কয়েক ফোটা অশ্রু
দিবে ?
যদি তা দিয়ে হয় বিষ ,
পান না হয় করেই নিলাম
৷
বুকে কারো আষ্টেপৃষ্ঠে
আছো ঘরনীর দায়
এড়াতে ৷
তবে সুখী হোক নীড় হারা
বলাকারা ৷ আবার এসো
পরজনমে মাধবীলতার
একাংশের মরমে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।