পথ শিশু
- সীমান্ত মুরাদ

উন্মাদ সখা ধূমপানে
তটস্থ অন্তস্থ কষ্ট
ফিরে ফিরে আসে
আহ্নিকগতিতে ৷ সখা
উদিত কবিত্বের
অধিকারী ,ফর্সা
কাগজের আঁকিবুকি ধূসর
কাগজে ঠাঁই নেয়
আত্মপ্রকাশের ৷
বহুতল দালানবাসীরা
বেলুন ছুড়ে ভোরে ৷
স্বচ্ছ বেলুনে লেগে
থাকে আকাঙ্খিত
ভাতের মাড় ৷
বেলুন ফুলে উঠে
পথশিশুর হৃদচাপে ৷
উচু দালানের বেলুন
উচুতেই পৌছে হাওয়ার
কাঁধে চেপে ৷ শুক্রবারের
শুক্রানুরা বেলুনে ঘুরে
মহাকর্ষের আয়োজনে ৷
উন্মাদ সখা আজ এসবও
দেখে নেয় অপ্রিয়জনের
বগল তলে হাত রেখে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।