দ্বিধার ক্রন্দন
- সীমান্ত মুরাদ

নারী বলব কাকে ?
যে গর্ভচুত্য লহুযুক্ত আপন
সন্তানকে
নার্সের হাতে দিয়ে পার্টি
করে বেড়ায়
উচ্চবিত্তের অভিলাসের
নগ্ন রেস্তোরায় !
তাকে ?
নাকি যে সাফারী পার্কে
দেহ বিকে ,
ভালোবেসে সন্তানকে
৷ কেবলি দু চামচ গুঁড়ো দুধের
জন্য ৷
তাকে !
পুরুষ বলব কাকে ?
যে নিষিদ্ধ জলের জলাধার
রেখেও সংসার বাধে বন্ধ্যা
তরুণীকে নিয়ে
তাকে !
কিংবা যার গৃহে রমণী থাকে
অতৃপ্ত ,
কর্তা অভুক্ত
ঘাড়ে টেনে নেয় রমণরপ্ত
উপরমণী অভিশপ্ত ৷
একে !
শিক্ষার্থী বলব কাদের ?
যাদের লক্ষ্যই জি পি এ
পাঁচ ৷
পায় কি সুশিক্ষার আঁচ ?
মনুষত্ব নয় ,
লেটার মার্কসেই পরিচয় ৷
এদের !
নাকি যারা স্কুল পালিয়ে
বেজায় ঘুরে,
পাড়ায় পাড়ায় বস্তির
মোড়ে ,
আপন দৃষ্টি বুঝে কষ্ট ,
মনুষত্ব অর্জন প্রকট
স্পষ্ট ৷
তাদের !
শিক্ষক বলব কাকে ?
যার শকুনী দৃষ্টি ছাত্রীর
পেলোব স্তনে ,
মনের কাম স্কেচ ঘষে আপন
মনে ৷
পায়ের বৃদ্ধাঙ্গুলির খোঁচা
শিক্ষার্থীর উরুর ফাকে ,
কিছু মুহূর্তের ফষ্টি নষ্টি
মাধ্যমিকে জিপিএ পাঁচ
হাকে ৷
একে ৷
নাকি যার কড়া শাসন ,
বিষম ত্রাসন
চামড়ায় ফেলে দাগ ৷
ক্ষন পরে
জড়িয়ে ধরে
পরোক্ষ ক্রোড়ে
অশ্রু ঝরে
পিতৃতুল্য অনুরাগ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।