মণি জ্বলজ্বল করে
- সীমান্ত মুরাদ

মনের দুয়ারে খিড়কি দেয়া ,
নিত্য তোমার খবর নেয়া ৷
আবার এসো এই ঘরেতে,
মিছিল শেষে মিল খেয়াতে৷
তোমার আসায় পথে রোদ
মাতৃক্রন্দন আশার ক্রোধ
কেবা কারা করছে শোধ ৷
ভাসিয়ে দিলাম ভাসবে বলে
লতাপাতা ভেসেই চলে ,
বাসক গাছের কান্ড গলে
সিক্ত দেশের রিক্তানলে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।