আলোকের স্রোতে
- সৌম্যকান্তি চক্রবর্তী
তোমাদের সাথে ,
হেসে খেলে ,
কেটে যায় দিন ;
জানি না এ মোহমায়া
কবে হবে ক্ষীণ !
তোমাদের কথাগুলো
কানে সদা ভাসে ,
লেখা কথা তবু কেন
মনমাঝে আসে ?
কিশোর তরুণ সব
লেখালেখি করো ,
হৃদয়ে আবেগ আছে
লেখনীতে ভরো !
আর যাঁরা আছেন
তাঁরা অভিজ্ঞতায় ঋদ্ধ ,
তাঁদের অনেকের কাব্য ,
দারুণ সমৃদ্ধ ;
সবাই এগিয়ে চলি
আলোকের স্রোতে ,
উদ্দীপনাপূর্ণ
আনন্দময় পথে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।