বুড়ো বুড়ির মধ্যে ভীষণ মিল
- অরুণ কারফা
বুড়ো বুড়ির মধ্যে ভীষণ মিল
একজনের পিঠে অন্যে দেয় কিল
বুদ্ধিতেও কম নয় কারো থেকে কেউ
একে রাজি নয় অন্যের হতে ফেউ
একজন আরেকজনকে টেক্কা দিলে
মিষ্টি খাওয়ায় গাঁটের পয়সা খুলে।
তবু দুজনের মাঝে এত ভালবাসা
জোছনায় বাগান ভরে হাসে অমাবস্যা
ভর দ্বিপ্রহরে পেয়ারা গাছে চড়ে
একে চুরি করে অন্যে গামছায় পোরে
কাঁচাপাকা নিয়ে পাঁচিল টপকে ছুট মারে
ধারে কাছে কুকুরকে আসতে দেখলে দৌড়ে।
সন্ধ্যে নামলে যে একটু চুটিয়ে প্রেম করে
নিজেদের বাগানে বসে আলোয় আঁধারে
তাতে তাদের হচ্ছে একটাই সমস্যা
বাগানে আছে এত বেশি মশা
মশা তাড়াবার আওয়াজ মায়ের কানে গেলে
লাঠি হা্তে আসে তেলে বেগুনে জ্বলে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।