ভালোবাসার দিনে
- আরিফুল হক দ্বীপ

কথা দিয়েছিলে এই দিনে,
নীল আকাশের রং মেশানো বসনে-
আসবে প্রেয়সী আমার হাতের আঙুলে,
বয়ে দিবে শিহরণ।
সবুজ ঘাসের গালিচায়-
বসবে মুখোমুখি,
কথা দিয়েছিলে করবে আদর, চুম্বনে ঠোঁটের
বরষার নদীর মতো।
করবে মোরে আলিঙন।
আজতো প্রেয়সী, এলো সেই দিন
তবে কেন চোখে আমার ঝরে অশ্রুধারা?
তবে কেন চাপা কান্নায় বুক ভাঙে আজ-
পদ্মা পাড়ের মতো?
তোমার আঙুলে খেলে কার রোদেলা দুপুর?
তোমার অধরে মেটে কার তৃষা-
এই তবে ভালোবাসা?
পুড়ছি হায় বিষমও অনলে,
তুমি তখন বসন্ত দিনে।
এই কথা ছিলো সখী,এই ছিলো ভালোবাসা।
১৪/২/২০১৫.ময়মনসিংহ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।