দুঃস্বপ্ন
- আরিফুল হক দ্বীপ
দুঃস্বপ্নে কি দেখেছি জানো
অন্য এক মানুষের উপহার ফুলটিতে-
খেয়েছো তুমি চুমু।
আচ্ছা দুঃস্বপ্নটা যদি সত্যিই হয়ে যায়,
তখন কি হবে বলতো?
তুমি আমি,
এই যে জল ঝিনুকের বাঁধন
তা হবেগো কেমন?
তুমি জলেই রয়ে যাবে,ডাঙায় আমি-
আসবো উঠে;তখন পৃথিবীর কঠিন রোদে
নিঃশেষ হয়ে যাবো পুড়ে।
জলের বুকে আরকি পারবো কখনো-
করতে বিচরণ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।