লিখবো না কবিতা
- আরিফুল হক দ্বীপ
যদি কোনদিন এই ক্যাফেটেরিয়ায়
বসা না হয় আর দুজনার,
যদি কোনদিন এই একটা চায়ের কাপে
এইভাবে স্পর্শ না করে আমাদের ঠোঁট,
যদি চোখে চোখ রেখে সন্ধ্যার এই
অমল বাতাসে কোনদিন
বলতে না পারি ভালোবাসি তোমায়-
সেদিন মনে রেখো,আমি লিখবো না কবিতা আর,
ভাসিয়ে দেবো সব,সব কবিতার খাতা-
ব্রম্মপুত্রের ঘোলা জলে।
আমি নিজেকে ধ্বংস করে দেবো
জ্বালিয়ে পুড়িয়ে সব স্মৃতি,
সঁপে দেবো নিজেকে মৃত্যুর চরণতলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।