পথ চাওয়া
- সৌম্যকান্তি চক্রবর্তী
পথ চলা হোঁচট খেতে খেতে ,
ভীষণ দুর্গম এই জীবনে চলার পথ !
একই পথের ভীষণ স্ববিরোধ ;
জটিল কুটিল প্যাঁচালো অনেক মত !
সৃষ্টিছাড়া সৃষ্টিদের কত অনাসৃষ্টি ;
সরল পথের অনুগামীরা আজ হাওয়া !
চারিপাশে শুধু অবিচারের বৃষ্টি ,
বিচারের পানে শুধুই পথ চাওয়া !
কুবুদ্ধি আর ষড়যন্ত্রে পরাণ ওষ্ঠাগত ,
পাপিষ্ঠদের যুগ এই কলিকাল !
নবযুগের কাল প্রায় সমাগত ;
কলির নিধন করবে মহাকাল !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।