রবি ঠাকুর
- সৌম্যকান্তি চক্রবর্তী
ছোটোবেলায় ভাবতাম
তুমি কোনো ঠাকুর বুঝি;
তোমার ছবিতে প্রণাম করে
দিন শুরু হতো রোজই !
বড়রা যখন বলে দিল
তুমি কবিদের গুরু !
তোমার কবিতা তোমার গল্প
তখনই পড়া শুরু ;
সব বাঙালির জীবনযাপনে ,
বেঁচে আছো তুমি স্মরণে মননে ;
জন্মতিথিতে তোমায় স্মরি ,
ফুল দিই তব চরণে !
কাব্যের কবি গল্পের রবি ,
তুমি তো রবি ঠাকুর ;
বাঙালিহৃদয়ে তোমার ছবি
দূর থেকে বহুদূর !
জন্মদিনের শুভলগনেতে
তোমায় জানাই প্রণাম ;
তোমার বাণী তোমার সুরে
তোমায় ফিরে পেলাম !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।