মেয়ে
- আরিফুল হক দ্বীপ

মেয়ে বলো এভাবে আর কতোদিন
চোখেতে অশ্রুধারা দিবে বয়ে,
কতোদিন এভাবে আর যাবো সয়ে সয়ে
তুমি তুচ্ছ মনে করে হাসো,
আমি তখন
মৃত্যুর দুয়ারে, নাভিশ্বাস কোন মানুষের মতো
যেন আগুনে ঝলসানো পেরেক ঠুকে বুকে
তুমি বুঝো না কেন?
কেন তোমাকে পাইনা এখন ভোরের বেলা
বাতায়নে,কেন তুমি থাকো না অপেক্ষায়
কলেজে যাবার পথে,ঘুরা হয় না রিক্সায়।
চা স্টলে কিংবা কোন ক্যাফেটেরিয়ায়
বসা হয় না কেন বলো?থেকো না চুপ করে-

তবু তুমি হাসো-
যেন রহস্য ঘেরা তোমার ঠোঁট,
যেন আরো গহীন কষ্টরা এসে অন্তরে দেয়
ভীষণ চোট।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।