গাঁয়ের মেয়ে
- আরিফুল হক দ্বীপ

বন বাদাড়ে ঘুরে বেড়ায় এই গাঁয়ের এক মেয়ে
দস্যি মেয়ে,ছলোছলো যৌবন ভরাযে তার গায়ে।
কটির দুলে চ্যংরা যোয়ান,নেয়যে তার পিছু,
কেউবা বাজায় শিসের বাঁশি,কেউবা চায় কিছু।
কেউবা চায় গলার মালা,কেউবা চায় নূপুর,
এই গাঁয়েতে কার ঘরেতে জন্মিছে এমন হুর?
এই মেয়েটার হাতে কাঁকন,নাকে রুপোর নথ,
দিল কাড়িলো কতো যোয়ানের,আগলে দাঁড়ায় পথ।
গন্ধযে তার জষ্ঠি মাসের সিঁদুর রাঙ্গা আম,
হাঁটলে পরে স্তনযে কাঁপে,নাকে জমে ঘাম।
বৃষ্টি এলে নেচে বেড়ায়,পদ্মপুকুরে ডুব,
কাহার বাঁশি শুনে হঠাৎ,কাঁপন ধরে খুব।
এই মেয়েটার বিয়ে হবে,এই আর্শ্বিনের শেষে,
মোড়লের ছেলে অতি ভদ্র,থাকে বিদেশে।
ঘুম নেই চোখে,অহর্নিশি এই মেয়েটা ভাবে,
আসছে বাসর নতুন মানুষ,কেমনে আপন হবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।