সখিনা
- আরিফুল হক দ্বীপ
সখিনা,কবে থেকে তোমারে দেখি না
কেমন আছো তাও জানি না
সেই কবে দেখা গাঁয়ের সবুজ মাঠে
বৌছি খেলার মাঝে
সে কিশোরী বয়সে
মুখটা আজো ভাসে।
লেগে গেলো মায়া,
অনেক হলো কাব্য
প্রেমে প্রেমে দুজনার
শেষে ফিরে আসি দম আটকানো এই শহরে
তোমার খবর জানি না।
আজো কি খেলো বৌছি,কানামাছি ভোঁ ভোঁ
আজো কি ধরো প্রজাপতির ডানা-
হয়তো না।
হয়তো আজ তুমি অন্যের করছো ঘর,
বাবুটিরে কোলে তুলে নিয়ে পাড়াচ্ছো ঘুম
সে এলে ভাত বেড়ে দাও পাতে,
আর করে যাও পাখায় বাতাস আনমনেতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।