বাবুইদের আলো
- আরিফুল হক দ্বীপ
দেখে এলাম বাবুইদের বাড়ি
সুপুরির সোজা কান্ড বেয়ে-
গিয়েছি সেখানে
রাত্রের ভিতর একদিন।
বাহ্ আলো জ্বলে ঘরে ঘরে
বসে আছে বাবুইরা
কেমন নীরব নিভৃতে,
কোথা থেকে পেলে আলো বন্ধুরা?
'জোনাকীরে এনেছি ধরে
কাঁদায় মিশিয়ে-
এই আমাদের আলোর আয়োজন।'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।