ঘোমটা
- আরিফুল হক দ্বীপ

কে চলেছে,এই দিকে দেখো,মাথায় ওড়ে চুল
ছি,ঘোমটা নাই,কার বউয়ের এই মস্ত বড় ভুল?
ও শোন ভাই মোল্লা মুনসি,বেশ্যার দেখো ঢঙ,
নাপাক হইলো এইযে গেরাম,সাজলো এ-কী সঙ?
মোল্লারা সব দাড়ি চুলকায়,কি করা যায়?কি করা যায়?
বন্যায়যে ভাসবে এ গাঁও,পুড়বে ফসল খরায়।
বসেছে সালিশ,হইবে বিচার,পাঠ হচ্ছে ফতুয়া,
বধূর মাথা নীচু,ঘোমটা নাই তবু,রাগে মোল্লারা।
স্বামী নাইযে দেশে,গেছে বিদেশে করছে দুরদুর প্রাণ,
বিঁধলো বুকে সমাজকীটদের কতযে অপমান।
কেউ বললো চুল কাটো,কেউ বলে দোর্রা মারো,
ঘোমটা তবু ওঠে না মাথায়,বললো সবাই ধরো।
চুল কাটা হলো,পেটানো হলো,গাঁও করালো ছাড়া,
কান্দে পাখি কোন্ বনে এসে বুকটা ফাঁড়াফাঁড়া।
কালকে যখন সকাল হলো,হিজল গাছে ঝুললো ফাঁসে,
দেখলো মানুষ হা করেযে,রোদনভরা সব ঘাসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।