তাড়না
- সীমান্ত মুরাদ

গতকাল থেকে আজ ,
করেনি কোন কাজ ৷
চারদিকে যে সাজ ,
মাথায় পড়েছে বাজ ৷
জোটে নাই শিরে তাজ ,
এ মহা বড় এক লাজ ৷
তারপরও মৃত্তিকার
আয়ুতে খাজ ,
পেয়েছে পুরুর রাজ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।