কবিতা বলে কিছু নেই
- সীমান্ত মুরাদ
ওটা কোন কবিতা ছিল না ৷
কবিতার কাকতাড়ুয়া নামে
গদ্যে ছন্দে ধর্ষনজনিত
মামলা পদ্যে ৷
ওগুলো পদ্য নয় ৷
নয় কোন কিশোরীর বয়ঃছাপ
৷
কিশোরীর কোমল উচ্চ স্তন
এক পূর্ব অপূর্ব বেশ্যার
স্লোগান ডেকে আনে ৷
তবে আজ কেন নিষিদ্ধ
পল্লীর মেয়েরা ,
ফেমিকনে পিল গণে ৷
গণিকার রক্তে ভেসে এলো
কাব্যের মুক্তি ৷
নারীত্ব আজ দেবরের
হাসির কাছে
বাধনহীন শাড়ীর আঁচল ৷
রক্ত ৷
অতঃপর ৷
মানব বন্ধনের ঢল পথ জুড়ে
, যে পথে মাতালের
হস্তমৈথুন ৷
পুরুষের বীর্যে আজ
তামাকের ঘ্রান ৷
ঢাবির দেয়ালে হারবালের
পোষ্টার সাথে গুটি কয়েক
পর্নগ্রাফীও ৷
রমনায় আসো রমনী ,
তোমায় রমন শিখাবে কবি ৷
কবিরা আজ মাগী পাড়ায়
বসে ,
সেখানে ঔপন্যাসিক নারী
দেহে রমন কষে ৷
আসুন সব ত্যাগ করে গাঁজা
পান করি ,
সাজার ভয় নেই ওটাকে ঘুষ
দেবতা সামাল দেবে ৷
শুনুন , আজ আমার ঘরনী
আপনার ,
আপনার রিলেটিভ তো
এক্টিভ ৷
চলুক ধ্রুম নেশা ৷
প্রাগৈতিহাসিক ধর্ম চুলোয়
যাক্ ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।