পুরাণ দেবীরা
- সীমান্ত মুরাদ

রাতটা যখন ভীষন নিরিবিলি
একা গভীর ,
মাঘের ব্যাঘ্র যৌনতার
দাম্পত্য সুশীল নিবির ৷
অভদ্র মন ভদ্র মুখোশে
আশেপাশে
নিরবতা খুঁজে ,
ভালোবাসার চরম শিখরে
পুরাণ দেবীরা
ত্রিশূল গুজে ৷
দাম্পত্যের একীই লক্ষ্য ,
উন্মাদনায় নির্লজ্জতা
আবক্ষ ৷
সমঝোতার এক অবাধ যৌন
ছাড়পত্র ,
ইয়াজুর বেদের একত্ববাদের
মৌন মন্ত্র ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।