» পাঁচটি লিমেরিক-২৮
- কাজী ফাতেমা ছবি
লিমেরিক-১৩৬ (ক্ষমতা যার আইন তার)
বিরোধী দল ঠেকাতে চালাও খালি হামলা
কোমড় ভেঙ্গে দিয়ে যে করো হাজারটা মামলা
কি চাও বলোতো তোমরা?
জনতার মন কর গোমড়া
যা ইচ্ছে চাও, জনতা কি তোমাগো কামলা!
লিমেরিক-১৩৭ (সময় চলে যায়)
দিনগুলো হায়! কেমন কেমন যায় যে চলে, মুহুর্তে
ঘুরেফিরে রাত আসে দিন আসে এ কোন্ আবর্তে
সংসার মায়াজালে ঘুরাচ্ছে
সময়ের পিছে তাই দৌঁড়াচ্ছে
যে যার মতো দৌঁড়াচ্ছে শুধু নিজ নিজ জীবন স্বার্থে
(30 November 2014)
লিমেরিক-১৩৮ (চলো হিংসা বর্জন করি)
ভুলে গিয়ে সব দুর্নীতি হিংসা ক্রোধ
জাগিয়ে তোলো মম মানবিক বোধ
গুম খুন কারো নয় কাম্য
বজায় সম্প্রীতি সাম্য
এক হয়ে করি অশুভ শক্তি রোধ।
(28 November 2014)
লিমেরিক-১৩৯ (ক্রিকেটার হিউজের মৃত্যু)
অসময়ে উজ্জ্বল বাতিটা হলোরে হায় ফিউজ
অকালে ঝরেই গেলেন প্রিয় ক্রিকেটার হিউজ
২৬ টেস্ট ২৫ ওয়ানডের যুদ্ধ
অভিজ্ঞতায় যে ছিলেন তিনি ঋদ্ধ।
ট্র্যাজিক ঘটনার নায়ক হয়ে হিউজ হলেন নিউজ।
(27 November 2014)
লিমেরিক-১৪০ (পদচারী সেতু ব্যবহার না করার কারণে দুর্ঘটনা)
মাঝে মাঝে-ই জেগে উঠে ভ্রাম্যমাণ আদালত
অভিযান চালায় তারা ফুটপাত অথবা জনপথ
পাতাল পথ কিংবা পদচারী সেতু
ব্যবহার না করার-ই কিবা হেতু!
সেতু ব্যবহারের হেতু খুঁজতে করেনা কসরত।
(26 November 2014)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।