» পাঁচটি লিমেরিক-২৯
- কাজী ফাতেমা ছবি
লিমেরিক-১৪১ (আত্মহত্যা)
সাতমাস সময়ে আত্মহত্যা বারো
কেনো অসময়ে দুনিয়া ছাড়ো!
বয়সটা যদি অল্প
মান অভিমানও স্বল্প
কিভাবে নিজেকে শেষ করতে পারো!
সুন্দর ভুবন ছেড়ে চলে যাও অসময়
স্বপ্নে ভরবে জীবন আসবে সুসময়
জগৎটা একটু দেখো
পরিবেশ ভাবতে শেখ
কেনো পরিবারকে দাও যে দু:সম!
আত্মহত্যা কমাতে হও সচেতন
ঘুমিয়ে থেকো না হয়ে অচেতন
কীটনাশক আর ঘুমবড়ি
না খেয়ে তড়িঘড়ি
অভিমান ছেড়ে উড়াও বিজয় কেতন।
17 November 2014
লিমেরিক—১৪২ (ট্রেনিং ছাড়া ড্রাইভার)
ট্রেনিং ছাড়া-ই হেল্পাররা হয়ে যায় চালক
বয়স অল্প রক্ত গরম নিতান্ত বালক
চালক যেমন ইচ্ছে তেমন চালায়
দুর্ঘটনা ঘটায় অবহেলায়
রোজ কতো দেহ হতে খসে পড়ে পালক।
18 November 2014
লিমেরিক-১৪৩ (ভাল মন্দ)
অন্যকে খারাপ বলার আগে নিজের দিকে দেখো
খারাপের থেকে-ই নিজের জন্য ভাল দিক শেখো
নিজে যদি ভাল হও তবে
ভালই দেখতে পাবে ভবে,
দিনে অন্তত: একটি ভাল কাজ ডায়রীতে লেখ।
27 October 2014
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।