মন কথনিকা-(৬১-৬৫)
- কাজী ফাতেমা ছবি
মন কথনিকা—৬১
তুমি কাল ছিলে রোমান্টিক আজকে মোড অফ
বাঁকা মুখে অন্যের সাথে করে যাও গপ
ভয়ে থাকি কখন যে জ্বলে উঠো দপ
রাগের চোটে মনে চায় কলার ধরি খপ।
(5 December 2014)
মন কথনিকা-৬২
কি ব্যাপার! মোডটা দেখি আজকে তোমার বেশ রোমান্টিক
গুনগুনিয়ে গাইছো গান! মতিগতি আছে কি ঠিক
চলো তবে ঘুরতে যাই দুর দুরান্তের সবুজ বনে
ঘুরবো খাবো গাইবো সবি করব যা চাইবে মনে।
(4 December 2014)
মন কথনিকা-৬৩
মনটা তোমার এমন কেনো যখন তখন হ্যাং
ইচ্ছে করে মুগুড় দিয়া ভাঙ্গি দুইটা ঠ্যাং
হার্ডডিস্কটা ফুল বুঝি; মনের মেমোরী নাই
এখনি তোমার মনটারে ফরমেট দিতে চাই।
3 December 2014
মন কথনিকা—৬৪
একসাথে তুমি আমি লাগে বুঝি তবু অচেনা
এত ভালবাসা তবু মনের দৈন্যতা ঘুচেনা
আবেগের কোনো কথা তোমার কেনো যে রোচেনা
ভালবাসি তোমায় আমি মন থেকে একবার মুছেনা!
(2 December 2014)
মন কথনিকা-৬৫
সেজেগুজে দাঁড়িয়ে আছি পথের শেষ মাথায়
সময় যে যাচ্ছে জমছে দেখো অপেক্ষার খাতায়
একসাথে ফিরব তাই দুপুর রোদে দাঁড়িয়ে ঠায়
আর করোনা দেরী চলে এসো বন্ধু ধীর পায়।
(1 December 2014)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।