মন কথনিকা-(৬৬-৭০)
- কাজী ফাতেমা ছবি

মন কথনিকা—৬৬
মনের জমিতে ফলল না ফসল,জমি আমার এতই ঊষর
সুখের বেলা সঙ্গী হাজার দু:খের দিনে কেউ হলোনা দোসর।
কঠিন মানুষ কঠিন পৃথিবীতে হয় না আর আনন্দবিহার
মন হয়ে উঠে কভু পাথর, আগুন কভু হয় স্তব্ধ নীহার।
(30 November 2014)


মন কথনিকা—৬৭
শুন বন্ধু, হাউ কাউ করলেই শুধু হলো না
মাঝে মাঝে ভালবাসার কথাও বলোনা
যেভাবে চলতে বলি সেভাবে পথ চলনা
কথায় কথায় উঠতে বসতে করে যাও ছলনা।
(29 November 2014)

মন কথনিকা—৬৮
জগত জুড়ে দেখছি শুধু অভিনয়ের খেলা
ঘরে বাইরে পসরা সাজিয়ে মিথ্যার মেলা
সামনে পিছে দুই চেহারা দু'চোখেতে দেখি
অন্তরে শুদ্ধতা হারিয়ে মানুষ হয় মেকি।
28 November 2014

মন কথনিকা-৬৯
হতে পারি না কেনো আজো তোমার নীলাঞ্জনা
হর হামেশা সইতে হয় তাই বুঝি অঢেল গঞ্জনা
ভালবাসার ভ বুঝো না,তোমার কেমনতরো মন
চাঁদ তুমি মাটি আমি দু'ধরায় বাস করি দু'জন।
27 November 2014


মন কথনিকা-৭০
গোলাপ ভেবে হাত রেখেছি ফুলে
রক্ত এলো কাঁটা বিঁধলো ভুলে
গোলাপবনে ঘুরছিলাম এক একা
ভুলেও তুমি দিলেনা দেখা।
26 November 2014


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।