রাত দিন
- কাজী ফাতেমা ছবি

রাতটা যদি অনেক ছোট
দিনটা অনেক বড়
রাতের যত ঘুম আছেরে
দিনেতে হয় জড়ো।

ঘুম ঘুম চোখে ভেবে যে যাই
দিনের কতো কথা
রাতের সকল ঘুম কেড়ে নেয়
মনে দেয়রে ব্যথা।

দিনেতে নিজেরে হারাই
রাতের বেলা খুঁজি
দিনের দু:খ রাতে এসে
কষ্ট বাড়ায় রোজই।

৫ নভেম্বর ২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।