দিন শেষে...........
- কাজী ফাতেমা ছবি

সারা দিনে
কাজের ভীড়ে
ক্লান্ত দেহে
ফিরি নীড়ে ।

ক্লান্ত দুই চোখ
ক্লান্ত দেহ
দিনশেষে নই
কারো কেহ ।

ভুল শুদ্ধ
শত কথা
কষ্ট দু:খ
আরযে ব্যথা..

বিন্দু বিন্দু
সুখের অর্জন
শ্রমের মেধার
দেই বির্সজন ।

কর্মক্ষেত্রে
নই কেউ আপন
সুখে দুখে
সময় যাপন ।

দিনের শেষে
তিমির আসে
মন হাসে, দুই
সোনা পাশে ।
18 December 2013


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।