আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি.....
- কাজী ফাতেমা ছবি

মধুর সুরের গান; ভেজায় আমার প্রাণ।

সুরের টানে; আবেগ আনে।

চোখেতে জল; করে টলমল।

সুরে যে কি সম্মোহ; হই মুহুর্তে বিমোহ।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি;
শব্দে শব্দে ঝরে যেনো মধু রাশি রাশি।

সুরে প্রাণে অযস্র তৃপ্তি; সুখে জেগেই চোখ যায় সুপ্তি।

শান্তি বটের ছায়ার মতই; সুরটি উচ্চারিত হয় যতই...।

পরম মমতায় ভরা আকূল সুর; সুধা কানে পৌঁছায় প্রতিটা ভোর।

পুরো বাংলার প্রকৃতির সুন্দর ছবি; গানে উঠায়ে আনলেন প্রিয় কবি,

আত্মায় শান্তি আনে, প্রাণে বাজায় মধুর বাঁশি,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
(16 December 2013)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।