» বাংলা ওয়াশ বাংলা ওয়াশ...........
- কাজী ফাতেমা ছবি

ঝড় উঠেছে ঝড় উঠেছে
খেলার মাঠে ঝড় উঠেছে
সুনামি নয় নার্গিসও নয়
সৌম্য নামের ঝড়টা বয়।

চারে চারে রানের মেলা
জয়ের ধারায় থামবে খেলা
চার ছয় মার্ এলোপাথারি
হই হুল্লোর দর্শক গ্যালারী।

ব্যাট হাতে খেলোয়ার মুশফিক
চার ছয়ে রান আসবে ঠিক ঠিক
সোম্য মারে ব্যাট ঘুরিয়ে
বাতাসে নেয় বল উড়িয়ে।

তামিমের ব্যাটে আছে যাদু
বলাররা সব যদু মধু
ওরা খেলছে ঘাম ঝরিয়ে
দেখছি খেলা মন জুড়িয়ে।

মনের মাঝে বাজেরে গান
খেলা দেখে ভরছি প্রাণ
ক্রিকেটে যদি মন খোয়াস্
দেখে যারে বাংলা ওয়াশ।

বাংলা ওয়াশ বাংলা ওয়াশ
ঝিলমিল ঝিলমিল ফ্লাডের ফ্লাশ
খেয়ে গেলো বাংলার বাঁশ
পাকির হার্ট খাইলো ক্রাশ।
২২/০৪/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।