বেশ্যার শহরে
- সীমান্ত মুরাদ

স্রষ্টা আছেন মহাসুখে
নেইকো তার ধর্ম ,
ধর্ম টেকাতে পড়তে হয় না
স্রষ্টার কোন বর্ম ৷
অসহায় সৃষ্টি লালসার দৃষ্টি
বুলায় চতুর্দিকে ,
সভ্যতা এগোয়
নগ্নতা মুঠোয়
চুলায় আগুন ফিকে ৷
স্রষ্টা জগতের সর্বদ্রষ্টা
করবেন তিনি পরিত্রান ,
পরিত্রান খ্যাত সৃষ্টিকূলের
জ্ঞানহীন যতো ব্যবধান ৷
অপেক্ষারা আজ ঘরে গুনছে
প্রহর ,
বেশ্যারা গ্রাস করে
রাতের শহর ৷
ভোর হলে আজ কেন চাই
এতো জল ?
বিশ্বাস গুমরে থাকে
অটল অবিরল ৷
চিকচিকে বালুকণা উড়ে যায়
বাতাসে ,
নাস্তিকতার বনিবনা
পুড়ে হায় আকাশে ৷
_______সীমান্ত মুরাদ
January 31 at 5:01pm ·


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।