তুমি বললে…
- সৌম্যকান্তি চক্রবর্তী
হ্যাঁ আমি ছেলেমানুষ -
বড্ড সাধারণ !
প্রেম প্রকাশ ও সহজ সরল ,
মানি না ব্যাকরণ ;
আমার কাছে তুমি আছো
আর কিসের প্রয়োজন ;
তুমি বললে হবো জটিল -
তুমি বললে কুটিল হবো !
তোমার কথায় সমাজ ছেড়ে
তোমার পথের সঙ্গী হবো !
ফুলের সুরভি ছেড়ে দিয়ে
ফুলের কাঁটাই সঙ্গে নেবো -
তুমি বললে শান্তি ছেড়ে ,
অশান্তিটাই বেছে নেবো !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।